Recents in Beach

তেলাকুচা গাছের কী কী গুনাগুন রয়েছে তা জানলে আপনার অভাক হবেন





তেলাকুচা বাংলাদেশের গ্রামিন অন্চলে এক সহজ লভ্য লতা জাতীয় উদ্ভিদ।যা দেখতে অনেকটা কুমড়ো গাছের মতো। তবে এর পাতা ফুল ফল আকারে অনেকটা ছোট হয়।তেলাকুচার পাতা ত্রিভুজ আকৃতির হয়। এর পাতা গুলো গাড় সবুজ ও নরম হয়। তেলাকুচার কান্ড লতা জাতীয় হয় এটি অন্য গাছ বা খুঁটিতে  জড়িয়ে  উঠতে পারে। তেলাকুচার ফুল সাদা রং এর হয় এবং আকারে ছোট হয়। তেলাকুচার ফল সাধারণত গোলাকৃতির হয়। এর পাকা ফল গুলো লাল রং এর হয়।তেলাকুচা সাধারণত গামিন অন্চলে বাড়ির আশে পাশে ও রাস্তার আশে পাশে ও বন জঙ্গলে জন্মায় এবং বংশ বিস্তার করে থাকে।তেলাকুচার লতা পাতা ফুল ফল বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহার  করা হয়। এছাড়া তেলাকুচার পাতা শাক হিসেবে ব্যবহার করা যায়।তেলাকুচার বৈজ্ঞানিক নাম হলো কোছেনিয়া গেন্ডিস।কিন্তু এই নামের পেছনে   লুকিয়ে রয়েছে অনেক রকম গুণ। তেলাকুচা শুধু মাত্র একটি সবজি নয় এটি একটি ভেষজ উদ্ভিদ ও আয়ুবেদিক চিকিৎসায় তেলাকুচাকে  বিশেস গুরুপ্ত দেওয়া হয়।

 তেলাকুচা গাছের পাতার রস রক্তের শরকরা কমাতে সাহায্য করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যান্ত গুরুপ্তপূণ। তেলাকুচা পরিপাকতন্ত্র কে সচল রাখে কোষ্ট কাঠিন্ন দোর করে এবং গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে।তেলাকুচা রক্তকে পরিশোধন করে এবং শরীলকে বিবিন্ন দরনের টক্সিন  থেকে মুক্ত করে। তেলাকুচার পাতার রা ত্বকের বিভিন্ন ধরণের সমস্যা যেৃন খুশকি চুলকানি ইত্যাদি রোগ কমাতে সাহায্য করে। তেলাকুচা জর কমানোর একটি কারয করি উপায়। তেলাকুচা মূত্র নালির সমস্যায় ও কিডনির পাথরের সমস্যা কমাতে সাহায্য করে।বাংলাদলাদের প্রায় সব জায়গায়ই তেলাকুচা জন্মায় এবং খুব সহজে পাওয়া যায়। এছাড়া তেলাকুচা খুব সস্থা ও সহজ লভ্য ঔষধি গাছ  এছাড়া তেলাকুচা গাছ সাধারণত কোনো পারশক্রিয়া নেই। তেলাকুচা একটি প্রাকৃতিক উপাদান এটি রাসায়নিক উপাদের মত  হ্মতি করে না। তেলাকুচা শুধু মাত্র ঔষধ হিসেবে নয় এটি শাক হিসেবেও খাওয়া যায়। তেলাকুচা এটি অত্যান্ত উপকারি এর ঔষধি উপকারিতার জন্য দেশের সব অন্চলে জনপ্রিয়তা পেয়েছে। তবে কোনো রোগের চিকিৎসার হ্মেরতে এক জন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।




Post a Comment

0 Comments